সবার প্রচেষ্টার ফসল এই সাফল্য: ভিকারুননিসার অধ্যক্ষ

মে ১০, ২০১৩

image_37181

ঢাকা জার্নাল: মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় ঢাকা বিভাগের ফলাফলে দ্বিতীয় স্থান অর্জনের সাফল্যকে শিক্ষক, ছাত্রী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় অর্জিত হয়েছে বলে মনে করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম।

বৃহস্পতিবার ফল প্রকাশের পর বিদ্যালয় মাঠে শিক্ষক, ছাত্রী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘মেয়েরা আমাকে কথা দিয়েছিল, ঢাকা বিভাগে এবার প্রথম স্থান অর্জন করার কৃতিত্ব এনে দেবে। তারা কথা রেখেছে, তবে প্রথম না হলেও কাছাকাছি দ্বিতীয় স্থানের অর্জন এনে দিয়েছে।’

মঞ্জু আরা বলেন, ‘এবারের এ অবস্থান বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী ও অভিভাবক ছাড়াও কর্মকর্তা-কর্মচারী সবার ঐকান্তিক প্রচেষ্টার ফল।’

এবার ফল প্রকাশের ঘণ্টা দুয়েক আগে থেকেই স্কুল প্রাঙ্গণে অভিভাবক ও ছাত্রীদের উচ্ছ্বাস-উৎকণ্ঠা ও প্রতীক্ষায় ছিল মুখরিত। তবে অন্যবারের তুলনায় হরতালের কারণে উপস্থিতি অনেক কম ছিল।

উল্লেখ্য, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবার ঢাকা শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে। পাসের হার শতভাগ। বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৪১ জন।

বিজ্ঞান বিভাগে অংশ নেয় মোট ১ হাজার ৪৭ শিক্ষার্থী। এর মধ্যে বাংলা মাধ্যমে ৯৬৫ জন এবং ইংরেজি মাধ্যমে ৮২ জন, পাসের হার ১০০ শতাংশ এবং মোট জিপিএ ৫ পেয়েছে ৯২৮ জন।

বাণিজ্য বিভাগে অংশগ্রহণ করে মোট ২৭২ জন শিক্ষার্থী। পাসের হার ১০০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৫৯ জন।

অন্যদিকে মানবিক বিভাগে অংশ নেয় মোট ২২ শিক্ষার্থী। এখানেও পাসের হার শতভাগ তবে এ বিভাগে একজন শিক্ষার্থীও জিপিএ ৫ পায়নি।

এ ব্যাপারে পরিচালনা পরিষদের সদস্য ও রসায়ন বিভাগের শিক্ষক মো. শাহ আলম খান বলেন, ‘প্রথম স্থান অর্জন না করার পেছনে মানবিক বিভাগের ফল বিপর্যয়ও একটি কারণ। অন্য স্কুলে মানবিক বিভাগ না থাকায় তারা ভালো করেছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.