সাভার ট্র্যাজেডি : মৃতের সংখ্যা ১০২১

মে ১০, ২০১৩

image_37025_0

ঢাকা জার্নালঃ সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২১।

দুর্ঘটনার ১৭তম দিন শুক্রবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত আরও ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ পর্যন্ত ৭১৭ জনের মৃতদেহ সনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত আরও ৯১টি মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এসব মরদেহের বেশিরভাগই ছিল গলিত।

উদ্ধারকারী সূত্র জানায়, উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে মর্গ ও স্কুল মাঠ থেকে স্বজনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে ৭১৭টি। এখন পর্যন্ত মর্গে ৭২টি ও অধরচন্দ্র স্কুল মাঠে রাখা ৯৩টি মৃতদেহ শনাক্ত করে স্বজনদের মধ্যে অথবা আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তরের অপেক্ষায় রাখা হয়েছে। এ পর্যন্ত আঞ্জুমান মুফিদুল ইসলাম দাফন করেছে ১৫৬টি মরদেহ।

উদ্ধার করা এসব মৃতদেহের অবস্থা এখন আর চেনার উপায় নেই। লাশ শনাক্তের জন্য সাহায্য নেয়া হচ্ছে পরিচয়পত্র, মোবাইল ফোন ও জামা কাপড়ের অংশ। তবে মরদেহের সঙ্গে পরিচয়পত্র বা মোবাইল ফোন না পাওয়া গেলে অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলো সনাক্তের জন্য পাঠানো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধসে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা পাঁচটি পোশাক কারখানার সাড়ে পাঁচ হাজার শ্রমিক আটকা পড়ে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.