সোহেল রানার ইটভাটায় পিস্তল গুলি ও মাদক উদ্ধার

মে ৭, ২০১৩

126288303020100107_0

ঢাকা জার্নাল: সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ইটভাটায় অভিযান চালিয়ে পিস্তল গুলি ও মাদক উদ্ধার করেছে গুয়েন্দা পুলিশ।

সোমবার রাতে ধামরাই থানাধীন কালামপুরে অবস্থিত সোহেল রানার ওই ইটভাটায় অভিযান চালানো হয়।
সূত্র জানায়, ঢাকা জেলা গুয়েন্দা পুলিশের একটি দল ওই ইটভাটা থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহীন পারভেজ বাংলানিউজকে বলেন, “গোপন সংবাদ ও রিমান্ডে থাকা সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য অনুযায়ী এ অভিযান চালানো হয়।”

প্রসঙ্গত, রানা প্লাজা ধসের পর গত ২৮ এপ্রিল যশোরের বেনাপোল থেকে মাদকদ্রব্যসহ রানাকে গ্রেফতার করা হয়। গত ১ মে ধসে পড়া রানাপ্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় একটি চাইনিজ পিস্তল। সর্বশেষ তার ইটভাটা উদ্ধার করা হলো পিস্তল, গুলি ও মাদক।

উল্লেখ্য, ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ৬৬১জন মৃত এবং ২৪৩৭জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ঢাকা জার্নাল, মে ০৬, ২০১৩

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.