৩ ব্যাংক কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

মে ৭, ২০১৩

images

সোনালী ও জনতা ব্যাংকের তিন কর্মকর্তাকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক কার্যালয়ে কমিশনের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে।

যেসব ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন: জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের জিএম (বর্তমানে অবসরপ্রাপ্ত) দাউদ আহমেদ শিকদার, ডিজিএম (শিল্প খনন বিভাগ) মাহফুজুর রহমান এবং সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের ডিএমডি মো. সিদ্দিকুর রহমান।

দুদক সূত্রে জানা গেছে, বিসমিল্লাহ গ্রুপ ঋণ জালিয়াতি মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, শাহজালাল ব্যাংক লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড থেকে প্রায় বার’শ কোটি টাকা আত্মসাত করে। ঋণ জালিয়াতির এ ঘটনা তদন্তের জন্য গত ২৬ ফেব্রুয়ারি কমিশনের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করে দুদক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.