মীর কাশেমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

মে ৭, ২০১৩

default_header1ঢাকা জার্নাল: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান, জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে ১৪টি অভিযোগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা।

সোমবার দুপুরে ধানমণ্ডির ২৭ নাম্বার রোডে স্থাপিত তদন্ত সংস্থায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হান্নান খান জানান, মীর কাশেম আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

২০১০ সালের ২৬ জুলাই তার বিরুদ্ধে তদন্ত শুরু করার পর সম্প্রতি তদন্ত কাজ শেষ হয়েছে।

তিনি জানান, জামায়াতের এ নেতার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগের বিরুদ্ধে তদন্ত করা হয়েছে।

এ চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর মঙ্গলবার দাখিল করা হবে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে এ মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৪ এপ্রিল ট্রাইব্যুনাল-১ এর চেয়াম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ৯ মের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দেন।

গত ৮ জুলাই প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মীর কাশেম আলীকে সেভ হোমে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। এরপর পর্যায়ক্রমে তাকে সেভ হোমে নিয়ে ২ বার জিজ্ঞাসাবাদ করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.