ফেসবুক ব্যবহারে মানসিক রোগ !

মে ৭, ২০১৩

84143-facebook-funny-facebook-logoঢাকা জার্নাল: ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইটগুলো মানুষের মানসিক সমস্যা তৈরি করছে বলে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে।

ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় সম্প্রতি এ তথ্য উঠে এসেছে।

গবেষণা প্রতিবেদনটি ইসরায়েলের জার্নাল অব সাইকিয়াট্রি অ্যান্ড রিলেটেড সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

এ গবেষণায় ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ভার্চুয়াল প্রেমের সম্পর্কের সঙ্গে প্রতারণার এবং রোগীদের মনোবৈকল্যের সঙ্গে ইন্টারনেট আসক্তির সম্পর্ক খুঁজে দেখা হয়েছে।

দেখা গেছে, নিঃসঙ্গ বা মানসিকভাবে বিপর্যস্ত মানুষ অতিরিক্ত ফেসবুক ব্যবহারের কারণে বাস্তবতা থেকে বিচ্যুত হয়ে পড়েন। এতে তাদের মনোবৈকল্য সৃষ্টি হয়। আর অনেকেই প্রতারণায় উৎসাহিত হন।

এই গবেষণার প্রতিবেদনের প্রধান গবেষক চিকিৎসক উরি নিৎজান বলেন, ফেসবুকের মতো প্রযুক্তির অনেক ভালো দিক আছে। তবে কিছু মানুষ এইসব সাইট ব্যবহারে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যারা একাকী বা মানসিকভাবে বিপর্যস্ত তারাই ফেসবুকে বেশি আসক্ত হন এবং তারাই ফেসবুকে প্রতারণামূলক কাজ করেন।’

এর আগে আরেকটি গবেষণায় দেখা গেছে, নিম্ন আয়ের এবং কম শিক্ষিত মানুষ ফেসবুকের বেশি সময় ব্যয় করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.