২২০ রান করার লক্ষ্য বাংলাদেশের

ডিসেম্বর ৯, ২০২৩

গ্লেন ফিলিপসের আগ্রাসী ব্যাটিংয়ে ৮ রানের লিড নেয় নিউজিল্যান্ড। তারপরও দিনটি বাংলাদেশের হতে পারতো। কিন্তু তৃতীয় দিনের শেষে স্কোরবোর্ডে ৩৮ রান যোগ হতেই তারা হারিয়ে ফেলেছে দুটি উইকেট। অন্তত ২২০ রান হলে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন নাঈম হাসান।

তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন নাঈম। ডানহাতি অফস্পিনার বলেছেন, ‘আমরা যদি ২০০-২২০ রান করতে পারি, তাহলে ম্যাচটা জিততে পারবো আশা করি। আমাদের বোলারদের প্রত্যেককেই ভালো বল করতে হবে। ওদের উইকেট দ্রুত তুলে নিতে হবে।’

নাঈম আরও যোগ করেছেন, ‘আমরা যদি ভালো ব্যাটিং করে একটা ভালো স্কোর তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিততে পারবো। আর আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা আমাদের ধরে রাখতে হবে। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করবো, যত ভালো ব্যাটিং করবো, তত ভালো হবে।’

শুক্রবার দ্বিতীয় সেশনে দিনের খেলা শুরু হয়, নিউজিল্যান্ড ৫ উইকেটে ৫৫ রানে খেলা শুরু করে। সূচনাটা ভালো হয়েছিল বাংলাদেশের, ৯৭ রানে সাত উইকেট তুলে নেয়। কিন্তু গ্লেন ফিলিপসের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ করেছে স্বাগতিকরা। তার ফিফটিতে ১৮০ রান করে নিউজিল্যান্ড, ফিলিপস একাই খেলেন ৭২ বলে ৮৭ রানের দারুণ এক ইনিংস।

দ্বিতীয় ইনিংসে লিড নিতে না পারায় দল হতাশা কিনা প্রশ্নে নাঈম বলেছেন, ‘আসলে ওরাও তো (নিউজিল্যান্ড) খেলতে আসছে… আর একটা জুটি হতেই পারে, যে কোনও একজন ভালো খেলতেই পারে। এখন ওদের মধ্যে (ফিলিপস) ভালো খেলছে, এজন্য ওরা লিড নিতে পেরেছে। আমরা লিড পেলে ভালো হতো… এখন আমরা আল্লাহর রহমতে দিন শেষে এগিয়ে আছি, আমরা যদি ভালো ব্যাটিং করি, ভালো একটা স্কোর হবে।’

প্রথম দিনের চেয়ে ব্যাটিং করা কিছুটা সহজ বলে মনে করছেন এই স্পিনার, ‘না, বোলিংয়ে সমস্যা হচ্ছে না। প্রথম দিনের তুলনায় আজকের ব্যাটিংয়ের জন্য উইকেটটা একটু ভালো ছিল।’

মিরপুরের স্লো উইকেটে ব্যাটারদের জন্য ব্যাটিং করা কঠিন হলেও কোনও অজুহাত দাঁড় করাতে চান না নাঈম, ‘উইকেট যাই হোক আমাকে খেলতে হবে, কোনও অজুহাত দেওয়া যাবে না। এখন যদি আমাকে ফ্ল্যাট উইকেটে খেলতে বলা হয়, তাহলে কি আমি ফ্ল্যাট উইকেট দিলে কি বলব আমি বোলিং করবো না? ওটা তো বলতে পারবো না। এই উইকেটে ব্যাটাররা ব্যাট করছে, রান করছে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। উইকেট যেমনই হোক ভালো সংগ্রহ করতে হবে আর বোলিংয়ে ভালো করতে হবে।’