বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক

এপ্রিল ২৪, ২০১৩

0,,15488681_4,00ঢাকা জার্নাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সভারে গার্মেন্টস দুর্ঘটনায় বৃহস্পতিবার জাতীয় শোক দিবস ঘোষণা করা হচ্ছে। তবে ছুটি থাকবেনা।”

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, “শোক দিবস ঘোষণার ফাইল সাক্ষর করেছি। মন্ত্রিপরিষদ সচিবকে াদিয়ে স্বাক্ষর করিয়ে দেওয়া হবে। তবে এদিন ছুটি থাকবে না।”

প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলকে সাভারের ঘটনায় হরতাল প্রত্যাহার করায় ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেন, আমি খবর পেয়েছি এ পর্যন্ত ৬৪ জন মারা গেছেন এবং ৬০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫৮০ জনকে এনাম মেডিক্যাল কলেজ এবং বাকিদের সিএমএইচ-এ ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সেনাবাহিনীও উদ্ধার কাজ ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে আক্সিজেন ও পানি সরবরাহ করা হচ্ছে। জাহাঙ্গীর নগর ছাত্রলীগ নেতা-কর্মীরা রক্ত দিচ্ছে।

শেখ হাসিনা বলেন, ঘটনাস্তলের কাছে দোকানপাট ছিল তাদের মালামাল উদ্ধারের জন্য গিয়েও অনেকে আহত হয়েছে।

এ ঘটনার সঙ্গে সঙ্গে হরতালের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে পাঠিয়েছি।

শেখ হাসিনা সাভারের এ ঘটনার জন্য সংসদে দাঁড়িয়ে দু:খ প্রকাশ করেন।

এর আগে জাতীয় সংসদ এ ঘটনায় শোক জানানো হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার গভীর শোক প্রকাশ করেন।

ঢাকা জার্নাল, এপ্রিল ২৪, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.