সাকিবের শাস্তি কমাতে আইনি দিক দেখবে বিসিবি

অক্টোবর ৩১, ২০১৯

জুয়াড়ির সঙ্গে যোগাযোগের বিষয় ‘গোপন’ করায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই বছর নিষিদ্ধ করেছে সাকিব আল হাসানকে। যদিও শাস্তি মেনে নেওয়ায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে তাকে। এই অবস্থায় বাঁহাতি অলরাউন্ডারের শাস্তি কমানোর সুযোগ ‍আছে কিনা, এই প্রশ্ন ঘুরছে অনেক ক্রিকেটপ্রেমীর মনেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী অবশ্য ‘সুযোগ কমই’ দেখছেন। এরপরও আইনী বিষয়ে যদি কোনও সম্ভাবনা থাকে, সেই দিকগুলো তারা দেখবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘বিষয়টায় আসলে বিসিবির করার সুযোগ সীমিত। যেহেতু সংশ্লিষ্ট ক্রিকেটার (সাকিব) এটা মেনে নিয়ে চুক্তির মধ্যে চলে গেছে। তারপরও অবশ্যই আমরা আইনগত বিষয়গুলো দেখবো, বিসিবির কতটা কাজ করার সুযোগ আছে এখানে।’

ইতিমধ্যে আইনগত বিষয় নিয়ে কাজ শুরু করার খবরও দিয়েছেন নিজামউদ্দিন, ‘আমরা ইতিমধ্যেই আমাদের লিগাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। এখানে আদৌ কোনও সুযোগ আছে কিনা, এটি আমরা কথা বলে দেখবো।’

সাকিব ছিলেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক। ভারত সফরে তিনি যেতে না পারায় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ ও টেস্টে অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে। ভবিষ্যতে কার কাঁধে যাচ্ছে দুই ফরম্যাটের নেতৃত্বের দায়িত্ব? বিসিবির প্রধান নির্বাহীর বক্তব্য, ‘আমাদের তাৎক্ষণিক ভাবতে হয়েছে সাকিবের পরিবর্তন নিয়ে। যেহেতু এখনই ভারত সফর। টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক ঠিক করা জরুরি ছিল। এজন্যই সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে বোর্ডে আলোচনা করে ঠিক করা হবে।’
ঢাকা জার্নাল, অক্টোবর ৩১, ২০১৯