তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার

জুলাই ২৪, ২০১৭

ঢাকা জার্নাল: তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। শেষ হবে বৃহস্পতিবার। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শফিউল আলম বলেন, ‘সম্মেলনের উদ্দেশ্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন কর্তৃক সরকারের নীতি, দর্শন, প্রাধিকার সম্পর্কে নির্দেশনা গ্রহণ এবং মাঠ পর্যায়ে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন দিক সম্পর্কে নীতি নির্ধারকদের অবহিত করা। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলন শুরু হবে। উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী বিভাগীয় কমিশনার ও ডিসিদের বিভিন্ন দিক নির্দেশনা দেবেন।’

তিনি আরও বলেন, ‘এবারের সম্মেলনে মোট ২২টি অধিবেশন ও ১৮টি কার্য অধিবেশন থাকবে। অধিবেশনে সরকারের ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ গ্রহণ করবে। এসব অধিবেশনে দিক নির্দেশনা দেবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। সম্মেলনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রীপরিষদ সচিব।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এবারের সম্মেলনের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে ৩৪৯টি প্রস্তাব পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘২৬ জুলাই বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির দিক নির্দেশনা গ্রহণ করবেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। আর ২৭ জুলাই মন্ত্রিপরিষদ সভাকক্ষের অধিবেশনে দিক নির্দেশনা দেবেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।’

ঢাকা জার্নাল, জুলাই ২৪, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.