গ্যাস লাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ড, আহত ৬

জুলাই ২৮, ২০১৭

ঢাকা জার্নাল: সিলেট শহরের কদমতলীতে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন লেগেছে। এতে ছয়জন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ড হয়। ঘটনাস্থলে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে তাজমহল রেস্টুরেন্টের সামনের রাস্তায় হঠাৎ বিকট শব্দ হয়ে গ্যাস লাইনের পাইপ ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে শুরু করে। এ সময় একটি মাইক্রোবাস, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে থাকা ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের দুটি ও তালতলা স্টেশনের দুটি ইউনিট কাজ করে। জালালাবাদ গ্যাস অফিসের পক্ষ থেকে গ্যাস লাইন বন্ধ করে দেওয়ার পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কদমতলী বাস টার্মিনালের মূল সড়কে আগুন লাগায় টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যেতে পারেনি। আগুন নেভার পরে টার্মিনাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, এসএমপির উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জেদান আল মুসা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঢাকা জার্নাল, জুলাই ২৮, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.