ইসি গঠন: নাম চায়নি সার্চ কমিটি, দেননি বিশিষ্টজনরাও

জানুয়ারি ৩১, ২০১৭

ঢাকা  জার্নাল :  নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সোমবার দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেছে সার্চ কমিটি। তবে এ বৈঠকে বিশিষ্টজনদের কাছে সার্চ কমিটি কোনও নাম চায়নি, বিশিষ্টজনরাও সার্চ কমিটিকে কোনও নাম প্রস্তাব করেননি। বৈঠক উপস্থিত একাধিক বিশিষ্টজন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সার্চ কমিটির সঙ্গে দেশের ১২ বিশিষ্ট নাগরিকের অনুষ্ঠিত বৈঠকের আলোচনার বিষয় সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব মো, শফিউল আলম বলেন, ‘বিশিষ্ট নাগরিকরা ইসির নাম প্রস্তাবের জন্য আজ এখানে আসেননি। এসেছেন কোন প্রক্রিয়ায় নির্বাচন কশিনার নিয়োগ হবে এবং তাদের কোন কোন যোগ্যতা থাকতে পারে, এসব বিষয়ে পরামর্শ দিতে।’

বৈঠকে অংশ নেওয়া সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছে যেভাবে নাম চাওয়া হয়েছে, আমাদের কাছে সেভাবে কোনও নাম প্রস্তাবের কথা বলা হয়নি। আমি মনে করি নাগরিক সমাজের কাছেও নাম প্রস্তাবের সুযোগ দেওয়া উচিত।’

টিআইবি’র ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘আমাদের কাছে নাম চাওয়া হয়নি, আমরাও কোনও নাম দেইনি। আমাদের সঙ্গে কিছু পদ্ধতিগত বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছিল। আমরা সে বিষয়ে পরামর্শ দিয়েছি।’

এ বিষয়ে কথা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। তিনি বলেন, ‘আমাদের কাছ নাম চাওয়া হয়নি, আমরাও নাম দেইনি।’ নাম বিষয়ে একই কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এ কে আজাদ চৌধুরীও।

সার্চ কমিটির পক্ষ থেকে নাম প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, ‘সার্চ কমিটি আমাদের কাছে পরামর্শ চেয়েছে, আমরা পরমর্শ দিয়েছি। নাম প্রস্তাবের বিষয়ে কোনও কথা হয়নি।’

এর আগে, নতুন নির্বাচন কমিশন গঠনে পরামর্শ নিতে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে বসে রাষ্ট্রপতি নিযুক্ত সার্চ কমিটি। হাইকোর্টের জাজেস লাউঞ্জে সোমবার বিকাল ৪টায় এ বৈঠক শুরু হয়। সার্চ কমিটির সঙ্গে বৈঠকে বসা ১২জন বিশিষ্ট ব্যক্তি হলেন- বিচারপতি আব্দুর রশীদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াৎ হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন, সাবেক আইজিপি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এস এম ফায়েজ, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ইউজিসি চেয়ারম্যান ও ঢাবির সাবেক ভিসি এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, টিআইবি’র ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ ও সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার।

ওই বৈঠক শেষে সার্চ কমিটি ইসি গঠনে পরামর্শের জন্য আরও ৫ বিশিষ্ট নাগরিককে বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি। তারা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ।

ঢাকা জার্নাল, চানুয়ারি ৩০,সা২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.