জনগণের সমস্যা সরকারকে জানানো দলের দায়িত্ব

অক্টোবর ২৮, ২০১৬

pmঢাকা জার্নাল : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘দলের দায়িত্ব হলো জনগণের সুবিধা-অসুবিধা চিহ্নিত করে তা সরকারকে জানানো। আমরা আর্থ-সামাজিক খাতে যে উন্নতি করেছি, দল তা প্রচার করে আমাদের সহযোগিতা করবে।’ শুক্রবার সন্ধ্যায় গণভবনে দলের নব-নির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দলই নয়, একটি প্রতিষ্ঠানও। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে। এই সংগঠনকে সুসংগঠিত করে দেশের উন্নতি করাই আমাদের লক্ষ্য।’ দলের ২০তম সম্মেলন সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সম্মেলনে যেসব বিদেশি অতিথি এসেছিলেন, তারা সবাই আমাদের উন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থার প্রশংসা করেছেন।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য- অর্থনৈতিক মুক্তি অর্জন। এই লক্ষ্য স্থির করেই আমরা এগিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আজ নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের প্রথম বৈঠক হলো। এখানে দলের সদস্যদের নির্বাহী সদস্য নির্বাচিত করা হবে।’

বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়া সভাপতিমণ্ডলীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা জার্নাল, অক্টোবর ২৮, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.