আগুনে ছাই কারওয়ানবাজারের কাঁচাবাজার

মে ১, ২০১৬

kawranbazarঢাকা জার্নাল : আগুনে পুড়ে গেছে কারওয়ান বাজারের কাঁচাবাজার। কালবৈশাখীর পর হঠাৎ অগ্নিকাণ্ডে ওই মার্কেটের ১৮৬টি দোকান পুড়ে গেছে। ভস্মিভূত হয়ে গেছে  সবজিসহ বিভিন্ন ধরনের পণ্য।

রোববার (০১ মে) রাত পৌনে ৮টার দিকে জনতা টাওয়ারের পাশে ওই মার্কেটের একটি লেপ-তোষকের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা তাৎক্ষণিকভাবে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

kawranbazar 7খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট ও স্থানীয় লোকজন প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই মার্কেটের স্টার মাহবুব বেডিং স্টোরের স্বত্ত্বাধিকারী মাহবুব আলী বাবু জানান, মার্কেটের মালিক উত্তর কারওয়ান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, এতে ১৮২টি দোকান ছিলো। এসব দোকানের সব কটিই পুড়ে গেছে।

kawranbazar 6এদিকে ঘটনাস্থলে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জানিয়েছেন, মার্কেটের ১৮৬টি দোকান পুড়ে গেছে। তকে আগুনের কারণ এখন জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স) মেজর একেএম শাকিল নেওয়াজ সাংবাদিকদের জানান, প্রায় তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‘মার্কেটে বিভিন্ন ধরনের দোকান ছিলো, এরমধ্যে ছিলো নানা ধরনের দাহ্য পদার্থও। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাছাড়া বাতাসের আধিক্যও আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ।’

তিনি বলেন, ‘পানিরও কিছুটা সঙ্কট ছিলো। আশপাশে পানি পাওয়া যাচ্ছিলো না এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু দেরি হয়।’

আগুনের সূত্রপাত প্রসঙ্গে শাকিল নেওয়াজ বলেন, আগুনের কারণ উদঘাটনে একটি বোর্ড গঠন করা হয়েছে। তারা এরইমধ্যে কাজ শুরু করেছে।


ঢাকা জার্নাল, মে ০১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.