‘আগুনে ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে’

মে ১, ২০১৬

kawranbazar 2ঢাকা জার্নাল: রাজধানীর কারওয়ান বাজারের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

রোববার (০১ মে) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে ভুক্তভোগীরা বাংলানিউজকে এসব কথা জানান।

প্রত্যক্ষদর্শী ও বাজার কমিটির কর্মচারী মো. জাকির হোসেন বলেন, আগুনের সূত্রপাত যেখানে হয়, ঠিক সেখানেই আমি টাকা কালেকশন করছিলাম।

‘হঠাৎ আগুন আগুন চিৎকারেই তা চোখে পড়ে। এতে কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া পুড়ে গেছে লাখ লাখ নগদ টাকা।’

তিনি বলেন, এই মার্কেটে বিভিন্ন নিত্যপণ্যের দোকান, সিগারেটসহ নানা প্রকার মসলার দোকান আর খাবার হোটেল ছিলো। তিনটি সিগারেটের দোকানে অন্তত ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া অন্যান্য মসলার দোকানে ৫ থেকে ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই মার্কেটের স্টার মাহবুব বেডিং স্টোরের স্বত্ত্বাধিকারী মাহবুব আলী বাবু জানান, মার্কেটের মালিক উত্তর
কারওয়ান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, এতে ১৮২টি দোকান ছিলো। এসব দোকানের সব কটিই পুড়ে গেছে।

‘আমার দোকানের সব জিনিসপত্র ছাই হয়ে গেছে,’ যোগ করেন তিনি।

নিচ তলায় আগুন, উপরে ঘুমন্ত ব্যবসায়ীরা:

ওই মার্কেটে যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন ওপরের তলায় ছোট ছোট টিনের খুপড়ি ঘরে ব্যবসায়ীরা ঘুমোচ্ছিলেন। তাদের ইট দিয়ে ঢিল মেরে কিংবা লাঠি দিয়ে ঘুম ভাঙানো হয়েছে।

জাকির জানান, ওই সময় অনেকেই নগদ টাকা রেখেই জীবন রক্ষায় বাইরে এসেছেন।

যত ক্ষোভ ফায়ার সার্ভিসের ওপর!

জাকির অভিযোগ করেন, কালবৈশাখী ও বৃষ্টি তখনও থামেনি, এর মধ্যেই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালেও তারা আসে রাত ৮টার দিকে। এসে আবার পানিরও সঙ্কট সৃষ্টি হয়।

‘পর্যাপ্ত পানি ও সময় মতো ঘটনাস্থলে আসতে পারলে হয়তো আগুন আরও আগে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো’, বলেন তিনি।

একই অভিযোগ করেছেন মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্প‍াদকও।

ঢাকা জার্নাল, মে ০১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.