তনু হত্যা মামলা এবার সিআইডিতে

মার্চ ২৯, ২০১৬

Tonuঢাকা জার্নাল: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা মামলা স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২১ মার্চ এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলামকে। ২৭ মার্চ হত্যা মামলাটি পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবির ওসি একেএম মনজুর আলম ওই মামলা তদন্ত করছিলেন। এ নিয়ে গত ৯ দিনে দুদফা মামলাটি তিন সংস্থার হাতে হস্তান্তর করা হলো।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, মামলার গুরুত্ব বিচারে এটি সিআইডিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তনুর পরিবারের সূত্র জানায়, গত ২০ মার্চ রাতে সেনানিবাস এলাকায় তনুকে হত্যা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে পর দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা জার্নাল, মার্চ ২৯, ২০১৬।

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.