ব্রাসেলসে নিহতের সংখ্যা বেড়ে ২৩

মার্চ ২২, ২০১৬

wonded_ঢাকা জার্নাল: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে জোড়া ‘আত্মঘাতী’ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত অর্ধ শতাধিক মানুষ।

মঙ্গলবার (২২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আমেরিকান এয়ারলাইন্স ও এসএন ব্রাসেলস এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কের দিক থেকে বিস্ফোরণ দু’টির শকওয়েভ ছুটে আসে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের আগে গুলির আওয়াজ শোনা যায়। সেই সঙ্গে কাউকে আরবি ভাষায় স্লোগান দিতেও শুনেছেন তারা।

এদিকে, যাভেনতাম বিমানবন্দরে হামলার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ব্রাসেলসে মায়েলবিক মেট্রোস্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায়ও আহত হয়েছেন অন্তত ১৫ জন। মেট্রোস্টেশনটি ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তরের কাছাকাছি।

ব্রাসেলসের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় তিনদফা হামলার ঘটনায় শহরটিতে অবস্থিত দুই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা স্থগিত করা হয়েছে। এছাড়া সর্বোচ্চ ‘সন্ত্রাসী সতর্কতা’ জারির পাশাপাশি বিস্ফোরণের পর ব্রাসেলসে যে যেখানে ছিলেন, তাকে সেখানেই থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা জার্নাল, মার্চ ২২, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.