৫ বছরের দণ্ড ও এক কোটি টাকা জরিমানা

মার্চ ২২, ২০১৬

Mokti_ঢাকা জার্নাল: ১৯৭১ সালের ১ মার্চ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ঘটনা অস্বীকার করাসহ মুক্তিযুদ্ধের অবমাননার শাস্তি সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং অতিরিক্ত দণ্ড হিসেবে সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান রেখে খসড়া আইন তৈরি করেছে আইন কমিশন।

সোমবার (২১ মার্চ) ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ আইন, ২০১৬- এর ধারণাপত্রসহ খসড়াটি আইন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন কমিশন।

মঙ্গলবার (২২ মার্চ) আইন কমিশন সূত্র আইনটির খসড়া দুই মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছে।

খসড়া আইনের ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ’ শিরোনামের ৪ (১) ধারায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ হিসাবে গণ্য করার বিষয়গুলো এবং ৫ (১) ধারায় ‘দণ্ড’ শিরোনামে এসব অপরাধের দণ্ড সম্পর্কে বলা হয়েছে।

আইনের খসড়ায় স্বাক্ষর করেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সদস্য অধ্যাপক শাহ আলম ও বিচারপতি এটিএম ফজলে কবীর।

ঢাকা জার্নাল, মার্চ ২২, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.