শিশু হত্যাকারীরা ঘৃণ্য জীব : প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২৯, ২০১৬

PM_Parঢাকা জার্নাল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সমাজে শিশুহত্যার প্রবণতা বেড়েছে। মানুষের মধ্যে এই জিঘাংসা কেন? যারা শিশুদের হত্যা করে, তারা সমাজের সবচেয়ে ঘৃণ্য জীব। তাদেরকে আমি ধিক্কার জানাই। সামান্য কারণে এরা শিশুদের হত্যা করছে। এর চেয়ে ঘৃণ্য কাজ আর কী হতে পারে?’

সোমবার  (২৯ ফেব্রুয়ারি) দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন সংসদ নেতা শেখ হাসিনা।

দেশে যেন আর কেউ শিশু হত্যা করতে না পারে সেজন্য দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যেসব শিশু হত্যাকারী পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

সকল শিশু হত্যাকারীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান ও বিচার করা হচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি গ্যাসের আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানান প্রধানমন্ত্রী। গ্যাসের চুলা ব্যবহারকারীদের একটি দেয়াশলাইয়ের কাঠির জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে না রাখার আহ্বান জানান তিনি।

গত ২০ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ২৯, ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.