আমিরাতকে হারালো বাংলাদেশ

ফেব্রুয়ারি ২৬, ২০১৬

bangladesh_useঢাকা জার্নাল: এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকল বাংলাদেশ।

আজকের এই ম্যাচে হেরে গেলে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন মিলিয়ে যেতে টাইগারদের জন্য। কিন্তু নবাগত দলটির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয় এশিয়া কাপের আশা বাঁচিয়ে রেখেছে টিম টাইগাররা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

১৩৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে সংযুক্ত আরব আমিরাত। এ রিপোর্ট লেখা পর্যন্ত আমিরাতের সংগ্রহ ১৬ ওভার শেষে ৯ উইকেটে ৭১ রান।

১৬ ওভার শেষে : আমিরাত ৭৯/৯ (রাজা ২, নাভীদ ৮); তাসকিন ৩-০-২৪-১তৃতীয় বলে উসমানকে (৩০) বোল্ড করেন তাসকিন।

১৫ ওভার শেষে : আমিরাত ৬৫/৮ (রাজা ২, উসমান ২৪); মুস্তাফিজ ৩-০-১২-২।

১৪ ওভার শেষে : আমিরাত ৬৪/৮ (রাজা ২, উসমান ২৩); সাকিব ৩-০-১৮-১।

১৩ ওভার শেষে : আমিরাত ৫৬/৮ (রাজা ১, উসমান ১৬); মাহমুদউল্লাহ ২-০-৫-২ মাহমুদউল্লাহর দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মাশরাফির হাতে ধরা পড়েন সাকলাইন হায়দার (২)।

১২ ওভার শেষে : আমিরাত ৫২/৭ (সাকলাইন ১, উসমান ১৪); সাকিব ২-০-১০-১সাকিবের দ্বিতীয় বলে স্ট্যাম্পড হন ফাহাদ তারিক (০)।

১১ ওভার শেষে : আমিরাত ৪৫/৬ (তারিক ০, উসমান ৭); মাহমুদউল্লাহ ১-০-১-১মাহমুদউল্লাহর পঞ্চম বলে আত্মঘাতি আউট (হিট উইকেট) হন অধিনায়ক আমজাদ জাভেদ (৩)।

১০ ওভার শেষে : আমিরাত ৪৪/৫ (আমজাদ ৩, উসমান ৭); সাকিব ১-০-৩-০।

৯ ওভার শেষে : আমিরাত ৪১/৫ (আমজাদ ২, উসমান ৫); মাশরাফি ৩-০-১২-২।

৮ ওভার শেষে : আমিরাত ৩৬/৫ (আমজাদ ২, উসমান ০); মুস্তাফিজ ২-০-১১-২মুস্তাফিজের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে আউট হন শাহজাদ (১২) ও স্বপ্নীল পাতিল (০)।

 ৭ ওভার শেষে : আমিরাত ৩৪/৩ (শাহজাদ ১২, উসমান ০); মাশরাফি ২-০-৭-২ মাশরাফির দ্বিতীয় ওভারের প্রথম বলেই অসাধারণ এক ক্যাচ ধরে সাইমান আনোয়ারকে (১) সাজঘরে ফেরান মাহমুদউল্লাহ।

৬ ওভার শেষে : আমিরাত ৩২/২ (শাহজাদ ১২, সাইমান ১); আল-আমিন ২-০-৮-১।

৫ ওভার শেষে : আমিরাত ২৫/২ (শাহজাদ ৬, সাইমান ০); মাশরাফি ১-০-৫-১মাশরাফির করা শেষ বলে থার্ডম্যানে দুই-দুইবার জীবন পাওয়া রোহানের (১৮) ক্যাচ ধরেন মুস্তাফিজ।

৪ ওভার শেষে : আমিরাত ২০/১ (রোহান ১৪, শাহজাদ ৫); মুস্তাফিজ ১-০-৯-০। চতুর্থ বলে অসাধারণ এক ক্যাচ ধরেন মুস্তাফিজ। কিন্তু হাত থেকে বল মাটিতে লেগে যাওয়ায় নট আউট থাকেন রোহান।

 ৩ ওভার শেষে : আমিরাত ১১/১ (রোহান ১০, শাহজাদ ০); তাসকিন ২-০-১০-০।

২ ওভার শেষে : আমিরাত ২/১ (রোহান ২, শাহজাদ ০); আল-আমিন ১-০-১-১আল-আমিনের বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন মুহাম্মদ কলিম।

 ১ ওভার শেষে : আমিরাত ১/০ (রোহান ১, কলিম ০); তাসকিন ১-০-১০। সেকেন্ড স্লিপে রোহান মোস্তফার ক্যাচ ফেলেন সৌম্য সরকার।

বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭ রান করেন মোহাম্মদ মিথুন। তার ৪৭ রানের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কার মার ছিল।

দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ইনিংসে ১টি চার ও ২টি ছক্কার মার ছিল। ২ চার ও ১ ছক্কায় ১৪ বলে ২১ রান করেন সৌম্য সরকার।

বল হাতে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ নাভীদ ও আমজাদ জাভেদ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান রোহান মোস্তফা ও মোহাম্মদ শাহজাদ।
২০ ওভার শেষে : বাংলাদেশ ১৩৩/৮ (মাহমুদউল্লাহ ৩৬*); রোহান ৪-০-৩০-১। শেষ ওভারের শেষ বলে রান আউট হন তাসকিন আহমেদ (১)।

১৯ ওভার শেষে : বাংলাদেশ ১১৬/৭ (তাসকিন ১, মাহমুদউল্লাহ ১৯); নাভিদ ৪-১-১২-২। নাভিদের বলে আউট হন মাশরাফি (০)।

১৮ ওভার শেষে : বাংলাদেশ ১১৩/৬ (মুর্জতা ০, মাহমুদউল্লাহ ১৭); আমজাদ ৪-০-৩৪-২। আমজাদ জাভেদের এই ওভারে সাকিব আল হাসান (১৩) ও নুরুল হাসান হোসান (০) আউট হন।

১৭ ওভার শেষে : বাংলাদেশ ১১১/৪ (সাকিব ১৩, মাহমুদউল্লাহ ১৫); শাহজাদ ৪-০-৩৮-১।

১৬ ওভার শেষে : বাংলাদেশ ১০১/৪ (সাকিব ৮, মাহমুদউল্লাহ ১১); রাজা ৪-০-১৭-০।

১৫ ওভার শেষে : বাংলাদেশ ৯৪/৪ (সাকিব ৩, মাহমুদউল্লাহ ৯); আমজাদ ৩-০-৩২-০।

১৪ ওভার শেষে : বাংলাদেশ ৮৫/৪ (সাকিব ২, মাহমুদউল্লাহ ১); রোহান ৩-০-১৩-১।

১৩ ওভার শেষে : বাংলাদেশ ৮৩/৪ (সাকিব ১, মাহমুদউল্লাহ ০); নাভিদ ৩-১-৯-১। স্বপ্নীল পাতিলের হাতে ক্যাচ দিয়ে আউট হন মুশফিক (৪)।

১২ ওভার শেষে : বাংলাদেশ ৮৩/৩ (সাকিব ১, মুশফিক ৫); রোহান ২-০-১১-১।  রোহানের বলে স্ট্যাম্পড হন মোহাম্মদ মিথুন (৪৭)।

১১ ওভার শেষে : বাংলাদেশ ৭৬/২ (মিথুন ৪৩, মুশফিক ২);  রাজা ৩-০-১০-০।

১০ ওভার শেষে : বাংলাদেশ ৭৪/২ (মিথুন ৪২, মুশফিক ১);  রোহান ১-০-৪-১।  রোহানের বলে সাব্বির (৬) আউট।

৯ ওভার শেষে : বাংলাদেশ ৭০/১ (মিথুন ৪০, সাব্বির ৫); রাজা ২-০-৮-০।

৮ ওভার শেষে : বাংলাদেশ ৬৫/০ (মিথুন ৩৮, সাব্বির ৩); শাহজাদ ৩-০-২৮-১।

৭ ওভার শেষে : বাংলাদেশ ৫৩/১ (মিথুন ২৭, সাব্বির ২); রাজা ১-০-৪-০।

৬ ওভার শেষে : বাংলাদেশ ৪৮/১ (মিথুন ২৪, সাব্বির ১); শাহজাদ ২-০-১৬-১। শাহজাদের বলে আউট হন সৌম্য সরকার (২১)

৫ ওভার শেষে : বাংলাদেশ ৩৯/০ (মিথুন ২৩, সৌম্য ১৫); আমজাদ ২-০-২৩-০।

৪ ওভার শেষে : বাংলাদেশ ২২/০ (মিথুন ১০, সৌম্য ১২); নাভিদ ২-০-৯-০।

৩ ওভার শেষে : বাংলাদেশ ১৬/০ (মিথুন ৯, সৌম্য ৭); শাহজাদ ১-০-৭-০।

২ ওভার শেষে : বাংলাদেশ ৯/০ (মিথুন ৮, সৌম্য ১); আমজাদ ১-০-৬-০।

১ ওভার শেষে : বাংলাদেশ ৩/০ (মিথুন ২, সৌম্য ১); নাভিদ ১-০-৩-০।

ঢাকা জার্নাল, ২৬ ফেব্রুয়ারি ২০১৬।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.