নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলায় নিহত ৫২

ডিসেম্বর ২৯, ২০১৫

People gather at a damaged building following an attack by Boko Haram in Maiduguri, Nigeria Monday, Dec. 28, 2015. Boko Haram Islamic extremists struck the northeastern Nigerian city of Maiduguri for the first time in months Monday with rocket-propelled grenades and multiple suicide bombers, witnesses said. At least 50 people were killed and the death toll could go higher. (AP Photo/Jossy Ola)

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোমা ও বিভিন্ন ধরণের হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে। রবিবার রাতে ও সোমবার সারাদিন মাইদুগুরি শহরে চলা এই হামলায় আরো ১২৪ জন আহত হয়েছে। এই হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার না করলেও প্রাদেশিক গভর্নর জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছেন। এই হামলায় রকেট নিয়ন্ত্রিত গ্রেনেড হামলার পাশাপাশি শহরজুড়ে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় জরুরি অবস্থা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মোহাম্মদ কানারের বরাত দিয়ে এপি জানায়. একরাতেই মাইদুগুরিতে ৩০ জন নিহত ও ৯০ জন আহত হয়। সোমবার সুর্যোদয়ের সময়ে একটি মসজিদের সামনে হামলায় আরো ২০ জন নিহত ও ৯১ জন আহত হয়েছে। জঙ্গিরা বাজার, বিদ্যালয়ে হামলা করেছে এবং বিস্ফোরকের মাধ্যমে জেলে ঢুকেছে। গত জানুয়ারিতে বোকো হারামের জঙ্গিরা দুইদিক থেকে মাইদুগুরিতে হামলা করার চেষ্টা করে ব্যর্থ হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.