বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শক্তিশালী নৌবাহিনী প্রতিষ্ঠা: প্রধানমন্ত্রী

ডিসেম্বর ২৩, ২০১৫

24শক্তিশালী নৌবাহিনী প্রতিষ্ঠা করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল। দেশের সমুদ্র সম্পদ রক্ষায় ছয় দফাতেও ঢাকায় নৌবাহিনী সদর দফর স্থাপনের দাবি জানিয়েছিলেন তিনি। আজ বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে বক্ত‍ৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন,  স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা একটি শক্তিশালী নৌবাহিনী প্রতিষ্ঠার প্রয়োজন মনে করেছিলেন। তিনি ছিলেন বিশ্বের শান্তিকামী মানুষের নেতা। সমুদ্র সীমায় দেশকে শত্রুর হাত থেকে  মোকাবেলার জন্য একটি শক্তিশালী বাহিনী প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন এবং নৌবাহিনী প্রতিষ্ঠা করেন। এর আগে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিতে সকাল পৌনে ১১টার দিকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় পাঁচঘণ্টার এ সফরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত চিটাগং ড্রাই ডক ইয়ার্ডকে নৌবাহিনীর কাছে হস্তান্তর অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। এরপর ড্রাই ডক ইয়ার্ড থেকেই হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.