পৌর নির্বাচনে সেনা মোতায়েন নয়

ডিসেম্বর ২২, ২০১৫

CECঢাকা জার্নাল : বিএনপির সেনা মোতায়েনের দাবি নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেছেন, পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়ে দেন।

এর আগে, বিকেলে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে তারা জানান, দাবি করা হয়েছে সেনা মোতায়েনের।

কিন্তু সিইসি তা নাকচ করে দিলেন।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। এতে মেয়র পদে ৯২৩ জন প্রার্থী ও কাউন্সিলর পদে ১ হাজার ১২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে বিএনপির ১২৩ জনের মতো প্রার্থী রয়েছেন।

ঢাকা জার্নাল, ডিসেম্বর ২২, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.