কান্দাহার বিমানবন্দরে তালেবান হামলা, নিহত ৪৬

ডিসেম্বর ৯, ২০১৫

04আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে তুমুল গোলাগুলিতে অন্ততপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। জঙ্গি-বিদ্রোহী গোষ্ঠী তালেবান এই হামলায় দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।  মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরটিতে এই গোলাগুলি শুরু হয়। প্রাদেশিক সরকারের মুখপাত্র শামিম খোপালওয়াক বলেছেন, হামলাকারীরা দক্ষিণাঞ্চলীয় এই শহরটির বিমানবন্দরের প্রথম ফটক ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। বিমানবন্দরটির চত্বরে দেশটিতে অবস্থানকারী নেটো ও আফগান সেনাবাহিনীর সদরদপ্তর। ওই মুখপাত্র আরো বলেন, ‘বেশ কয়েকজন হামলাকারী’ এই ঘটনা ঘটিয়েছেন।

বিমানবন্দর এলাকার ভেতরে একটি স্কুলে জঙ্গি-বিদ্রোহীরা অবস্থান নিয়েছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে  প্রবল প্রতিরোধ গড়েছিলেন। সেখানে নিরাপত্তা বাহিনীর স্থানীয় সদস্যসহ কমান্ডোও পাঠানো হয়। কান্দাহার বিমানবন্দরের পরিচালক আহমাদুল্লাহ ফাইজি জানান, গোলাগুলির কারণে বিমানবন্দরের ভেতরে বেশকিছু যাত্রী আটকা পড়েছিলেন। নিহতদের মধ্যে সেনাসহ বেসামরিক মানুষও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলাকারী জঙ্গি-বিদ্রোহীরা নিহত হয়েছেন কিনা এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার গভীররাতে এই লড়াই শেষ হয় বলে খবর পাওয়া গেছে। গেল বছর আফগানিস্তান থেকে নেটো ও যুক্তরাষ্ট্রের অধিকাংশ সেনা ফিরিয়ে নেওয়ার পর থেকে দেশটিতে সংঘাত-সহিংসতা বেড়ে গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.