হামলার আশঙ্কায় বন্ধ ঘোষণা করা হয়েছে প্যারিসের আইফেল টাওয়ার

নভেম্বর ১৫, ২০১৫

06হামলার আশঙ্কায় বন্ধ ঘোষণা করা হয়েছে প্যারিসের আইফেল টাওয়ার। সেই সঙ্গে সেখানকার প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার এক আদেশে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়। আইকনিক স্থাপনাটির অপারেটরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। এর আগে শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে এসব ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ১৫৩ জন নিহত হওয়ার খবর প্রচারিত হয়। তবে পরবর্তী সময়ে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের ভাষণের পর নিহতের সংখ্যা ১২৭ জন বলে দাবি করা হয়। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৮০ জন। আহতদের মধ্যে ৮০ জনের অবস্থা গুরুতর।

শুক্রবারের হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে থিয়েটার হল বাতাক্লঁয়ে। রক কনসার্ট চলাকালে এখানে প্রথমে বন্দুক ও পরে আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে সেখানে ১১৮ জন নিহত হন। বাতাক্লঁ হল থেকে অল্প কিছু দূরেই আইফেল টাওয়ার অবস্থিত।
– See more at: http://www.kalerkantho.com/online/world/2015/11/14/290531#sthash.AaXzqk78.dpuf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.