নূর হোসেনকে আদালতে তোলা হচ্ছে জুমার পর

নভেম্বর ১৩, ২০১৫

42নারায়ণগঞ্জ থেকে: আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করবে পুলিশ। জুমা’র নামাজের পর তাকে আদালতে হাজির করানো হবে। এ কথা   নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান।

নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে তাকে হাজির করা হবে বলে  জানান জেলার সরকারি কৌসুলি এসএম ওয়াজেদ আলী খোকন।

সকালে নূর হোসেনকে র‍্যাব-১ কার্যালয় থেকে নারায়ণগঞ্জে নেওয়া হয়।

এর আগে সকাল ৭টা ২০মিনিটে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয় থেকে তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর এক ঘণ্টা পর সকাল ৮টা ২০মিনিটে নূর হোসেনকে নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে পৌঁছায় গাড়িবহরটি।

এর আগে বৃহস্পতিবার রাতে নূর হোসেনকে বেনাপোল সীমান্ত থেকে র‌্যাবের কাছে নূর হোসেনকে হস্তান্তর করে ভারতের পুলিশ বাহিনীর সদস্যরা। রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে র‌্যাব’র একটি দল। সকাল ৬টা ৫০ মিনিটে তাকে র‌্যাব-১ কার্যালয়ে পৌঁছে দলটি।

র‍্যাব-১ এ আনার পর সংস্থাটির পরিচালক (আইন ও গণমাধ্যম) মুফতি মাহমুদ খান সকাল ৭টা ৫ মিনিটে সেখানে সাংবাদিকদের বলেন, আমরা কঠোর নিরাপত্তায় নূর হোসেনকে ঢাকায় এনে দ্রুত মেডিকেল চেকআপ করানো হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামুন অর রশীদের কাছে হস্তান্তর করা হয়।
নভেম্বর ১৩, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.