লিবিয়ায় ১৩ সেনা সদস্যকে হত্যা

নভেম্বর ১১, ২০১৫

13ঢাকা: লিবিয়ায় ১৩ সেনা সদস্যকে হত্যা করেছে জঙ্গিরা। মঙ্গলবার  ‍যুদ্ধ-বিদ্ধস্ত দেশটির পূর্বাঞ্চলে ওই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক সেনা মুখপাত্র।

মিলাউদ আল জাউয়ি নামের ওই সেনা মুখপাত্র সংবাদ সংস্থা লানাকে জানিয়েছেন, বেশির ভাগ কর্মকর্তাই মাটিতে পুতে রাখা বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণের কারণে নিহত হয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, এ পর্যন্ত ১৬ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তবে শুধু মঙ্গলবারই ১৩ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বাকি তিন সেনা সদস্য কখন, কোথায়, কিভাবে মারা গেছে তা এখনও পরিস্কার নয়।

লানা আরো জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষে সেনা সদস্যরা নিহত হয়েছেন। তারা সেসময় সম্মুখে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে।

২০১৪ সালের আগস্ট থেকে লিবিয়া দুটি প্রশাসনে বিভক্ত হয়ে গেছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে সংঘাতের সূচনা হয়েছে। এসব সংঘাতে দেশটির হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছে আরো কয়েক লাখ মানুষ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.