শিশু ফরহাদ হত্যায় ৬ জনের ফাঁসি

নভেম্বর ৯, ২০১৫

17ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ফরহাদ হত্যা মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

জেলার অতিরিক্ত দায়রা জজ জহিরুল কবির সোমবার এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, জমি সংক্রান্ত ও এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর সঙ্গে আসামিদের বিরোধ ছিল।

এ নিয়ে ২০১০ সালের ৭ মে আসামিরা আইয়ুব আলীর শিশু ছেলে ফরহাদকে হত্যা করে লাশ কলা পাকানোর গর্তে গুম করে রাখে। দু’দিন পর শিশু ফরহাদের গলিত মরদেহ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ওই গর্ত থেকে মরদেহ উদ্ধার করে।

পরে ফরহাদের বাবা আইয়ুব আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় ১২/১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ সাতজন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

এরপর সাক্ষ্য-প্রমাণ শেষে ময়মনসিংহের ২য় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.