আফগানিস্তানে জেল ভেঙে ৪শ বন্দির পলায়ন

সেপ্টেম্বর ১৪, ২০১৫

pic 12ঢাকা: আফগানিস্তানে জেল ভেঙে শত শত বন্দিকে ছাড়িয়ে নিয়েছে তালেবানরা। রোববার গভীর রাতে রাজধানী কাবুল থেকে ৭৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত গজনি শহরে ওই জেল পলায়নের ঘটনাটি ঘটে বলে রয়টার্স জানিয়েছে।

রোববার স্থানীয় সময় রাত দুইটার দিকে কারাগারের প্রধান ফটকে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় তালেবান বিদ্রোহীরা। এসময় কারাগারের প্রায় সকল বন্দি পালিয়ে যায় বলে রয়টার্স জানিয়েছে।

এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, দলের বন্দুকধারীরা এবং তিন আত্মঘাতী মিলে রোববার রাতে কারাগারে হামলা চালিয়ে চারশ জন বন্দিকে ছাড়িয়ে এনেছেন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তালেবান নেতাও রয়েছেন। রোববারের ওই হামলায় ৪০ জনের মত নিরাপত্তা কর্মী ও কারারক্ষী নিহত হয়েছেন বলেও ওই মুখপাত্র জানিয়েছেন। এছাড়া আরো প্রাণ হারিয়েছে তাদের দলের তিন আত্মঘাতী হামলাকারীও। তবে সরকারি বিবৃতিতে নিহত সেনাদের সংখ্যা কম করে দেখানো হয়েছে।

গজনির ডেপুটি গভর্নর মোহাম্মদ আলি আহমাদি বলেছেন, সবমিলিয়ে ৩৫২ জন বন্দি পালিয়েছে যাদের মধ্যে প্রায় দেড়শ’ জনই তালেবান জঙ্গি। তিনি আরো বলেছেন, রোববার রাতের ওই হামলায় সাত তালেবান এবং চার আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

তবে হামলার সময় কারাগারটিতে ঠিক কতজন বন্দি ছিল সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি আফগান নিরাপত্তা কর্মকর্তারা।

সোমবার, ১৪-সেপ্টেম্বর-২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.