রামপুরায় রাস্তা অবরোধ, তীব্র যানজট

সেপ্টেম্বর ১৪, ২০১৫

pic 13ঢাকা: ভ্যাটবিরোধী কর্মসূচির তৃতীয় দিনে রামপুরা ব্রিজের উত্তর পাশে অবস্থান নিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সকাল ১০টা ২৫ মিনিটে ক্যাম্পাস থেকে বেরিয়ে তারা ওই মহাসড়কে অবস্থান নেয়। রাস্তায় অবস্থান নেয়ার পরই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই প্রান্তে শত শত গাড়ি আটকা পড়ে।

তবে আজকের কর্মসূচিতে উপস্থিতি গত ২দিনের চেয়ে কম।

আন্দোলনে অংশ নেয়া কৌশিক নামে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, আমাদের দাবি এখনো সরকার মেনে নেয়নি। যে পর্যন্ত দাবি পূরণ না হবে সে পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

হাসান নামে ইস্টওয়েসেন্টর আরেক শিক্ষার্থী বলেন, ‘ শিক্ষা কোনো পণ্য নয়। সরকার কোনো ভ্যাট আরোপ করতে পারে না। আরোপিত ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।’

এদিকে ভ্যাটবিরোধী আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান নিলেও এসময় আশপাশে কোনো পুলিশ ছিল না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.