কয়লা ও বিদ্যুৎভিত্তিক শিল্পের দিকে দৃষ্টি দিতে হবে, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

আগস্ট ২২, ২০১৫

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভোলায় গ্যাসভিত্তিক ২৫০ মেগওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও একটি সার কারখানা নির্মাণ করা হবে। তবে গ্যাসভিত্তিক শিল্পের দিকে দৃষ্টি না দিয়ে কয়লা ও বিদ্যুৎভিত্তিক শিল্পের দিকে দৃষ্টি দিতে হবে।’

নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে শনিবার দুপুরে ‘বরিশাল বিভাগের অর্থনৈতিক ও শিল্প সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন।

এফবিসিসিআই ও জার্মান সংস্থা ফেডেরিক নওম্যান ফাউন্ডেশন এই সেমিনারের আয়োজন করে।

শিল্পমন্ত্রী আমু বলেন, ‘বরিশাল ও ভোলায় ৬০৪ একর জমি নিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হবে। সেইসঙ্গে তালতলীতে জাহাজ ভাঙা শিল্প গড়ে তোলা হচ্ছে। পায়রা বন্দরের মাধ্যমে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।’

রেল লাইন স্থাপনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘বরিশালে আপাতত রেল লাইন হচ্ছে না। পায়রা বন্দর সচল হলে রেল লাইনের চেয়ে বেশি কাজ হবে।’

এ সময় আওয়ামী লীগ এই নেতা বলেন, ‘পায়রা বন্দর কুয়াকাটা অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ বরিশালের লোকেরা গ্রহণ না করলে অন্যান্য অঞ্চলের লোকেরা কিন্তু বসে থাকবে না।’

সভাপতির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘বরিশাল অনেক ক্ষেত্রে এগিয়ে থাকলেও এখানে শিল্প কারখানা গড়ে ওঠেনি। বরিশালে প্রচুর সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থান ও অগ্রগতি করতে হলে এসব সম্ভাবনা কাজে লাগিয়ে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ এমপিসহ বিভিন্ন চেম্বারের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.