তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা খতিয়ে দেখবে সরকার

আগস্ট ২২, ২০১৫

10ঢাকা: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সাইবার ক্রাইম রোধে নতুন একটি আইন করা হবে। ‍একই সঙ্গে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, সেটির যৌক্তিকতাও খতিয়ে দেখবে সরকার।

শনিবার রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় এক নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবিএম ‍তাজুল ইসলাম, আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

ঢাকা জার্নাল, আগস্ট ২২, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.