শিক্ষকরা আন্দোলনের মাঠে ,দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা।

আগস্ট ১৭, ২০১৫
24
পুলক একাদশ পেরিয়ে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। ভর্তি কোচিং করে পুরদস্তুর প্রস্তুতিও নিয়েছেন। কিন্তু বেতন কাঠামোর ইস্যুতে আন্দোলনের হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ভর্তি পরীক্ষায় আবার জটিলতা হয় কি না, দুশ্চিন্তায় পুলক ।
এবার এইচএসসিতে সারাদেশে উত্তীর্ণ হয়েছেন সাত লাখ ৩৮ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচিও প্রকাশিত হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০ আগস্ট থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে   ৯ অক্টোবর। পর্যায়ক্রমে ৬ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা চলবে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ১০, ১৭, ২৪, ৩০ অক্টোবর এবং ৭ নভেম্বর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ১  ও ৯ নভেম্বর পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ৯ – ১২ নভেম্বর পর্যন্ত। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ৫, ৬, ৭ ও ৮ নভেম্বর। ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর।
এই অবস্থায় শিক্ষকরা আন্দোলনের মাঠে থাকলে উল্লেখিত সময়ে ভর্তি পরীক্ষা নেয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.