বাকৃবিতে শিক্ষকদের কর্মবিরতি ও মৌন মিছিল

আগস্ট ১৭, ২০১৫
monবাকৃবি (ময়মনসিংহ): বিশ্ববিদ্যালয় শিক্ষদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা ও প্রস্তাবিত বেতন স্কেল পুননির্ধারণের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে পূর্ণদিবস কর্মবিরতি ও মৌন মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করেন শিক্ষকরা
জানা যায়, সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষকরা পূর্ণ দিবস ক্লাস বর্জন করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে মৌন মিছিলের আয়োজন করা হয়
মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন অনুষদের সামনে দিয়ে প্রদক্ষিণ করে পুনরায় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। মিছিলে দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন
মৌন মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা ও প্রস্তাবিত বেতন স্কেল পুননির্ধারণ করার দাবি জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.