১৬০ বাংলাদেশি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে

জুলাই ২২, ২০১৫

Cox_Bazarঢাকা জার্নাল: মায়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৬০ বাংলাদেশি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে পৌঁছেছে।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ছয়টি বাসে করে তাদের শহরের কলাতলী রোডের সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসেন কক্সবাজার জেলা পুলিশের সদস্যরা।

ওখানে তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হবে। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর প্রাপ্তবয়স্কদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর শিশু-কিশোর রেড ক্রিসেন্টের মাধ্যমে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে।

ফেরত আসাদের মধ্যে নারায়ণগঞ্জের ৪০ জন, যশোরের ১০, কুমিল্লার ৬, সিরাজগঞ্জের ২৬, মাদারিপুরের ১৫, কুষ্টিয়ার ৪, সাতক্ষীরার ২, ঝিনাইদহের ১৫, মাগুরার ৬, চুয়াডাঙ্গার ১১, পাবনার ১২, জয়পুরহাটের ৫ ও সুনামগঞ্জের ৮ জন রয়েছে।

এর আগে বুধবার বিকেল ৩টার দিকে বৈঠকের পর শনাক্ত হওয়া ১৬০ বাংলাদেশিকে মায়ানমার ইমিগ্রেশন বিভাগের কাছ থেকে গ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) সদস্যরা।

ফেরত আসা বাংলাদেশিদের ঘুমধুম হাইস্কুল মাঠে নিয়ে যাওয়ার পর সেখান থেকে তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ বাংলানিউজকে জানান, ফেরত আসা বাংলাদেশিরা বর্তমানে সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে জিজ্ঞাসাবাদ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, ফেরত আসা বাংলাদেশিদের সেবা দিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ঢাকা জার্নাল, ২২ জুলাই, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.