রিজভী ভোরে গ্রেপ্তার

নভেম্বর ৩০, ২০১৩

rijvi1ঢাকা জার্নাল: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার ভোরে গ্রেপ্তার হয়েছেন। মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করে। তার নাম বেলাল আহমেদ।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মো. আবু ইউসুফ এটিএন টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারের পর রিজভীকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে  কোন কার্যালয়ে রাখা হয়েছে তা তিনি জানাতে পারেননি।

পুলিশ ও বিএনপি সূত্রে জানা গেছে, রুহুল কবির রিজভী শনিবার থেকে আবারও ৭২ ঘণ্টা অবরোধ ঘোষণা করেন শুক্রবার। এরপরই পুলিশের ওপর মহল থেকে তাকে গ্রেপ্তারের নির্দেশ আসে। পুলিশ গণমাধ্যমের ভিড় এড়ানোর জন্য রাতকেই অভিযানের জন্য বেছে নেয়। ভোর সাড়ে চারটার দিকে পুলিশের একটি দল বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ে গিয়ে রুহুল কবির রিজভীকে ঘুম থেকে ডেকে তোলেন এবং গ্রেপ্তার করে নিয়ে যান। গ্রেপ্তারের সময় পুলিশ কেন্দ্রীয় কার্যালয় তছনছ করে ও ভাংচুর চালায়।

তবে এ সময় রিজভীর ছবি তোলার সময় উপস্থিত কয়েকজন সাংবাদিকদের ওপর চড়াও হয় পুলিশ সদস্যরা।

এদিকে দপ্তরের দায়িত্বে থাকা রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দপ্তরের দায়িত্ব দেয়া হয়েছে।

ঢাকা জার্নাল, নভেম্বর ৩০, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.