শিশুশ্রমে স্ববিরোধী অবস্থান উত্তর প্রদেশের

নভেম্বর ৩০, ২০১৩

ht-নিত্যানন্দ খাঁ, বারানসী, উত্তরপ্রদেশ: একদিকে ভারত সরকারসহ গোটা বিশ্ব শিশুশ্রমের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে। অন্যদিকে স্বেচ্ছায় নিজেদের শ্রমে নিয়োগ করেছে একদল স্কুল পড়ুয়া।এ যেন অপরের পুন্যার্জন, নিজের গ্রাসাচ্ছাদন।

জিজ্ঞাসা করায় জানা গেল, একজন পড়ে ক্লাস সিক্স-এ আরেকজন এইটে। হাত খরচ নয় শুধুমাত্র পরিবারের দুর্বল আর্থিক পরিস্থিতিকে একটু শোধরানোর এক ক্ষুদ্র প্রচেষ্টা।

বারানসীর গঙ্গার ঘাটের ওপর প্রদীপ বিক্রেতা হিসেবে এই বয়সী ছেলে-মেয়েরাও এখন একটি অঙ্গ হয়ে উঠেছে। বিক্রেতা হিসেবেও এরা দস্তুর মতো বেশ পাকা। কারুর পিতা রিক্সা চালান আবার কারুর চায়ের দোকান আছে।

দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের কাছ থেকে আধভাঙা ইংরেজি বলে বেশ কিছু পয়সা জুটেও যায়। ছিপছিপে চেহারা আর হাসি মুখের এইসব ছেলেমেয়েদের দেখলে বারানসীর গঙ্গার মনোরম শোভা ছাপিয়ে মনে জেগে ওঠে এক অনিবার্য প্রশ্ন- প্রদীপ জ্বালানোর মাধ্যমে অপরকে পুন্যার্জন করিয়ে নিজের ঘরে দু’মুঠো ভাতের যোগান দেওয়া, একটি স্ববিরোধী দৃশ্য নয় কি?

ঢাকা জার্নাল, নভেম্বর ৩০, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.