বঙ্গবন্ধু যমুনা সেতুর দুপাড়ে র্দীঘ যানজট

আগস্ট ১৬, ২০১৩

Longest-traffick-jam-ever1ঢাকা জার্নাল:বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিমপাড় ওজন স্কেলের সামনে পন্যবাহী ২টি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপড়ে উঠে পড়ায় সেতুর দু�পাড়ে প্রায় দীর্ঘ জানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ এ যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা আটকে আছে হাজার হাজার যানবাহন। ফলে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে চরম দূর্ভোগে পড়েছে মানুষ। সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের সলঙ্গা থানার নকলা ও সেতুর পূর্বপাড় টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত এ যানজট সৃষ্টি হয় এতে ঢাকা থেকে বিচ্ছিন হয় উত্তরবঙ্গ ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ২টি পন্যবাহী ট্রাক বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিমপাড় ওজন স্কেলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের আইল্যান্ডের উপড়ে উঠে যায়। এতে সেতুতে যানবাহন চলাচলের রাস্তা অনেকটা বন্ধ হয়ে যায়।

এদিকে, যানজটের কারণে ঢাকামুখী কিছু যানবাহন বিকল্প রাস্তা হিসেবে সিরাজগঞ্জ শহরে প্রবেশ করলে শহরের বাইপাস সড়কেও যানজটের সৃষ্টি হয়। বিকল হওয়া ট্রাক ২টির রেকার দিয়ে সরিয়ে ফেলার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। অপরদিকে, একই কারনে সেতুর পূর্বপাড় টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত ৩৭ কিঃমিঃ এলাকায় যানজটের কারনে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে।

সেতুর পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হালিম জানান, কলাবাহী ২টি ট্রাক বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছিল। ঘন্টা খানিক পর রেকার দিয়ে একটি ট্রাক সরিয়ে ফেলায় যানজট কমতে শুরু করেছে। অপরদিকে, সেতুর পূর্বপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেজ আলী মিয়া সকাল সাড়ে ১০টার দিকে জানান, ঘরমুখো মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় সেতু দিয়ে আকস্কিক যাত্রীবাহী যানবাহনের চাপ বৃদ্ধি এবং প্রচন্ড বৃষ্টির কারনে কম গতিতে যানবাহন চলায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চলছে।

ঢাকা জার্নাল,আগস্ট ১৬,২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.