জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ শুক্রবার সন্ধ্যায়
ঢাকা জার্নাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করেন।
বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর ভাষণে দেশের চলমান রাজনীতির বিভিন্ন বিষয় উঠে আসবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র।
সরকারের শেষ সময়ে এসে প্রধানমন্ত্রীর এ ভাষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ঢাকা জার্নাল, অক্টোবর ১৭, ২০১৩