আইপিএল মানে বিদ্যা বালান!

সেপ্টেম্বর ৯, ২০১৩

actress-vidya-bg20130908062306ঢাকা জার্নাল: শুরু থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)কে বলা হচ্ছে ক্রিকেট এবং বলিউডে মেশানো ককটেল। শাহরুখ খানসহ বলিউডের বেশ কয়েকজন তারকা সরাসরি আইপিএলের দল মালিকানার সঙ্গে জড়িত।

আইপিএলের নাম নিলে তাই ক্রিকেট-বলিউড একসাথেই চোখে ভাসে। ‘শুদ্ধ ক্রিকেট’ চর্চাকারীদের জন্য যা পীড়াদায়ক। তেমনই একজন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিষেন সিং বেদি। আইপিএলকে তিনি তুলনা করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের সাথে।

টেস্ট ক্রিকেটকে ভারতের ঐতিহ্য উল্লেখ করে বেদি বলেন, “আইপিএল হলো ভারতীয় ক্রিকেটের বিদ্যা বালান। মানে যেখানে শুধু বিনোদন, বিনোদন, বিনোদন।”

প্রসঙ্গত, বিদ্যা বালান অভিনীত ‘ডার্টি পিকচার’ সিনেমার একটি দৃশ্যে বলা হয় সিনেমা তিনটি কারণে চলে। সেগুলো হল- বিনোদন, বিনোদন এবং বিনোদন।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ৯,  ২০১৩

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.