জন্মদিনে কেক কাটছেন না খালেদা

আগস্ট ১৫, ২০১৩

Khaleda-sm20130814054928ঢাকা জার্নাল: এবার আর জন্মদিনে কেক কাটবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রতি বছর ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে গুলশানে তার

রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করতেন তিনি।

বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার দিনটি এক শোকদিবস হিসেবে পালন করা হয়। কিন্তু এমন দিনে ঘটা করে জন্মদিন উদযাপন করার কারণে খালেদা জিয়ার সমালোচনাও নেহায়েত কম হয় নি। কিন্তু কোনো সমালোচনাই ১৫ আগস্ট জন্মদিন উদযাপন করা থেকে বিরত রাখতে পারে নি বিএনপিপ্রধানকে।

তবে এবার পরিস্থিতি একটু ভিন্ন। মহাজোট সরকারের মেয়াদের শেষ সময়ে এসে নতুন ধারার রাজনীতি কথা বলছে বিএনপি। নিজের জন্মদিনে কেককাটা কর্মসূচি বাতিল করে খালেদা জিয়া কার্যত নতুন ধারার রাজনীতিরই নজির গড়তে চান বলে আলোচনা চলছে দলীয় পরিমণ্ডলে।
চেয়ারপারসনের কার্যালয় সূত্র কেক না কাটার বিষয়টি নিশ্চিত করেছে।

যদিও ১৫ আগস্ট সকাল ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিজেদের মতো করে দলীয় প্রধানের জন্মদিন পালন করবেন বিএনপি নেতাকর্মীরা।

আর দুপুরে বগুড়ায় টিটো মিলনায়তনে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছাগল-মুরগি বিতরণ ইত্যাদি কর্মসূচি পালন করবে বগুড়া জেলা বিএনপি।

বগুড়ার এই কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাতে বিএনপি নেতকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানাবেন দলীয় প্রধানকে।

ঢাকা জার্নাল, আগস্ট ১৪, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.