৭ সেপ্টেম্বর হজ যাত্রা শুরু

আগস্ট ১৪, ২০১৩

hajj-sm20130814010115ঢাকা জার্নাল: আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১৯ অক্টোবর থেকে।

বুধবার দুপুরে হজ প্রস্তুতি বিষয়ক আন্ত:মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাবিবুল আউয়াল।

তিনি আরও জানান, ৩ সেপ্টেম্বর থেকে হজ যাত্রীরা ক্যাম্পে আসতে শুরু করবেন। ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কার্যক্রম উদ্বোধন করবেন।

এ বছর বাংলাদেশ থেকে ৮৯ হাজার ১৭৯ হজ করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ৫৯০ জন হজ করতে যাচ্ছেন।

বাংলাদেশ বিমান ৪৫ হাজার যাত্রী পরিবহন করবে। বাকিদের পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।

মন্ত্রণালয়গুলোকে তাদের দায়িত্ব বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, কোনো ধরনের সঙ্কট নেই। সব কিছু সুষ্ঠুভাবে হচ্ছে।

গত বছরের চেয়ে এ বছর হজ যাত্রীর সংখ্যা কম কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার কাজ চলার কারণে সৌদি আরব নিজেই পুরো বিশ্বে ২০ শতাংশ হাজি কমিয়ে (স্ল্যাশ) দিয়েছে।

হজকে কেন্দ্র করে মানবপাচার রোধে সরকার টাস্কফোর্স গঠন করেছে বলেও জানান ধর্ম সচিব।

ঢাকা জার্নাল, আগস্ট ১৪, ২০১৩।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.