অধিকারের মহাসচিবকে গ্রেফতারে উদ্বেগ টিআইবি’র

আগস্ট ১১, ২০১৩

imagesঢাকা জার্নাল: বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকারের মহাসচিব অ্যাডভোকেট আদিলুর রহমান খানের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টান্যানাল বাংলাদেশ-টিআইবি। সংস্থাটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে দ্রুত তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

রোববার দুপুরে এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উদ্বেগ প্রকাশ করে আধিকার সম্পাদকের মুক্তির দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, যে কোন বিষয়ে গঠণমূলক সমালোচনার অধিকার সবার রয়েছে। সরকারের এমন কোন সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং কথা বলার অধিকারকে হরণ করে।

মতপ্রকাশের স্বাধীনতাকে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান হাতিয়ার উল্লেখ করে তিনি এ জাতীয় কর্মকা- থেকে সরকারকে বিরত থাকার আহবান জানান। সরকারকে আরো সহনশীল ও দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান তিনি।

শনিবার রাত ১০টার দিকে গুলশানের বাসা থেকে আদিলুর রহমানকে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেফতার করে পুলিশ।

ইলেকট্রনিক ফরমে মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ-সংক্রান্ত্র অভিযেগে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে রিমান্ড চেয়ে আদালতে পাঠালে পাঁচ দিনের রিমা- মঞ্জুর করেন আদালত।

ঢাকা জার্নাল, আগস্ট ১১, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.