বদিউজ্জামান দুদক চেয়ারম্যান

জুন ২৭, ২০১৩

B120130626115901ঢাকা জার্নাল: দুর্নীতি দমন কমিশনের কমিশনার মো. বদিউজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

আদেশে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৫(১) ধারার বিধানমতে বদিউজ্জামানকে নিয়োগ দেয়া হয়।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৩ ধারার বিধানমতে কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের বেতন, আর্থিক সুবিধা ও পদমর্যাদা সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমপরিমান নির্ধারণ করা হয়েছে।

ড. নাসিরউদ্দীন আহমেদ দুদক
অপর এক আদেশে অবসরপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে নিয়োগ দেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬ ধারার বিধানমতে এ নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৩ ধারার বিধানমতে কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদের পারিশ্রমিক, ভাতা ও আর্থিক সুবিধা সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমপরিমাণ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা জার্নাল, জুন ২৬, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.