নির্বাচন সংকট কাটাতে দু’নেত্রীকে বসতে হবে

জুন ১২, ২০১৩

hasina-khaleda-1991ঢাকা জার্নাল: জাতীয় সংসদে দেশের প্রধান দুই দলের দুই শীর্ষ নেত্রীকে একসঙ্গে বসে জাতিকে চলমান রাজনৈতিক সংকট থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির প্রবীণ পার্লামেন্টারিয়ান মজিবুর রহমান।

বুধবার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সাধারণ আলোচনায় অংশ নিয়ে মহাজোটভুক্ত জাতীয় পার্টির এই নেতা এ আহ্বান জানান।

তবে এ সময় বিরোধী দল সংসদে ছিলো না।

নির্বাচন নিয়ে তৈরি হওয়া সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে মজিবুর রহমান বলেন, “হরতাল-সহিংসতায় দেশের ১৬ কোটি মানুষ কষ্টে আছে। তাই যে কোনোভাবে সবাইকে নিয়ে একটি সুন্দর নির্বাচন করতে হবে।”

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক পদ্ধতি ও নির্দলীয় সরকার বাদ দিয়ে প্রয়োজনে সবাইকে সঙ্গে নিয়ে একটি কমিটি গঠন করে নির্বাচন করুন। দয়া করে দুই নেত্রী একসঙ্গে বসুন। জাতীয় পার্টিসহ সবাইকে সঙ্গে নিয়ে আলোচনায় বসুন। একসঙ্গে আলোচনায় বসলেই নির্বাচনের একটি গ্রহণযোগ্য পথ বেরুবে।”

কমিটি অধিকাংশ সদস্যের মতামত নিয়ে নির্বাচনের পথ সৃষ্টির পরামর্শ দেন এই প্রবীণ পার্লামেন্টারিয়ান।

তিনি বলেন, “সংবিধান মানুষের জন্য। সবাই একমত হলে সংবিধানে সংশোধন আনা এক মিনিটের ব্যাপার।”

মজিবুর রহমান বলেন, “দুই দলকেই হরতাল বন্ধ করতে হবে। হরতালের কথা শুনলেই লজ্জা হয়। হরতালের কথায় জনগণ বিরক্ত হয়। ১৬ কোটি মানুষ কষ্টে আছে।”

আওয়ামী লীগের কথিত দুর্নীতিবাজ নেতাদের বিচারের করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন প্রশ্নে তিনি বলেন, “নির্বাচন নিয়ে ভয় কিসের, যে উন্নয়ন করেছি তাতে জনগণ আমাদের ভোট দেবে।”

ঢাকা জার্নাল, জুন ১২, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.