মঙ্গলবার ছাত্রশিবিরের বিক্ষোভ !

মে ২১, ২০১৩

image_38604_0ঢাকা জার্নাল: ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলওয়ার হোসেনকে ‘রিমান্ডে নিয়ে নির্যাতন’ চালানোর প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রশিবির।

সোমবার বিকেলে এ তথ্য জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত।

তিনি বলেন, ‘সোমবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলওয়ার হোসেনকে আদালতে হাজির করা হয়। গত কয়েকদিনের রিমান্ডে তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। ফলে আদালতে তাকে নাজেহাল অবস্থায় দেখা গেছে। এমনকি আদালত থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে কোলে করে নিয়ে যায়। এতেই প্রমাণিত হয়, তার ওপর কী সীমাহীন নিমর্ম নির্যাতন চালানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ কারণেই আমরা মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবো। আমরা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। নির্যাতন অব্যাহত রাখলে প্রয়োজনে আমরা আরও কঠিন কর্মসূচি দেবো।’

এদিকে শিবিরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিবির সভাপতি মো. দেলওয়ার হোসেনকে গ্রেপ্তারের করে পাঁচবারে ৫৩ দিন রিমান্ডে নিয়ে ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। সোমবারও তাকে কোর্টে তুলে ১৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার অবস্থা মুমূর্ষু থাকায় আদালত পুলিশের আবেদন নামঞ্জুর করে তার স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিয়ে আগামী ২৮ মে কোর্টে রিপোর্ট দেওয়ার জন্য আদেশ দেন।

শিবির সভাপতির আইনজীবী অ্যাড. আব্দুর রাজ্জাক বলেন, ‘রিমান্ডে নিয়ে নির্যাতনের আইনী বিধান না থাকলেও শিবির সভাপতিকে নির্মমভাবে নির্যাতন করে তার মাথা থেকে পা পর্যন্ত অবশ করে দেওয়া হয়েছে। আদালতে আইনজীবীদের সামনেই শিবির সভাপতিকে অকথ্য ভাষায় গালাগাল করে পুলিশ। কোনো সভ্য দেশে এমন আচরণের কথা শুনিনি।’

শিবির সভাপতির ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মু. আবদুল জব্বার বলেন, ‘আদালতের আদেশ যেখানে সাত দিনের বেশি রিমান্ড দেয়া যায় না, সেখানে ৫ বারে দীর্ঘদিন রিমান্ড দিয়ে নির্যাতন করা হয়েছে। এতে মারাত্মক অসুস্থ শিবির সভাপতি মুমূর্ষু অবস্থায় আছেন। এ পরিস্থিতিতে মনে হচ্ছে, সরকার পরিকল্পিতভাবে শিবির সভাপতিকে হত্যা করতে চায়।’

শিবির সেক্রেটারি সরকারকে হুঁশিয়ার করে বলেন, আওয়ামী জালিম সরকার নগ্ন ফ্যাসিবাদী আচরণ ও জুলুম নির্যাতনের সীমা অতিক্রম করেছে। রিমান্ডে নিয়ে শিবির সভাপতির ওপর নির্যাতন অব্যাহত রাখলে সরকারকে চরম মূল্য দিতে হবে।

বিজ্ঞপ্তিতে শিবির সেক্রেটারি মঙ্গলবার সবাইকে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানান। একইসঙ্গে অবিলম্বে শিবির সভাপতির মুক্তির দাবি করেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.