এক সেকেন্ডেই মুভি ডাউনলোড!

মে ১৯, ২০১৩

5g-phoneঢাকা জার্নাল: দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেক্ট্রনিক্স কোম্পানি বলছে যে, তারা ৫জি প্রযুক্তির গবেষণায় প্রথমবারের মতো সফলতা পেয়েছে৷ তাই ২০২০ সালের মধ্যে মুঠোফোন ব্যবহারকারীদের ফাইভ জি সেবা দেয়ার স্বপ্ন দেখছে কোম্পানিটি৷

বাংলাদেশে এখন চলছে থ্রিজি’র যুগ৷ তবে ২০০৮ সাল থেকেই চালু হয়েছে ফোর জি’র ব্যবহার৷ বিশ্বের কথা বিবেচনা করলে এখন সবচেয়ে আধুনিক যে প্রযুক্তিটি মানুষ ব্যবহার করছে সেটা হচ্ছে ফোর জি এলটিই (লং-টার্ম এভ্যুলিউশন)৷ চীন সহ অনেক দেশে অবশ্য এখনো ফোর জি এলটিই নেটওয়ার্ক চালু হয়নি৷ এর পরের জেনারেশনটিই হচ্ছে ফাইভ জি৷

স্যামসাং বলছে- ফাইভ জি দিয়ে ফোর জি নেটওয়ার্কের তুলনায় ‘কয়েকশো গুণ বেশি পর্যন্ত দ্রুত’ সেবা পাওয়া যাবে৷ এর ফলে মোবাইল ব্যবহারকারীরা ‘কোনোরকম সীমাবদ্ধতা’ ছাড়াই উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিজিটাল মুভি আদান-প্রদান করতে পারবে৷ অর্থাৎ, পুরো একটি মুভি ডাউনলোড করা যাবে এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে!

এক বিবৃতিতে কোম্পানিটি বলছে, ‘‘ব্যবহারকারীরা মোবাইলে থ্রিডি মুভি দেখতে পারবে, থ্রিডি সংস্করণের গেমসও খেলতে পারবে৷ এছাড়া ইউএইচডি (আলট্রা হাই-ডেফিনিশন) কন্টেন্ট ব্যবহার ও চিকিৎসা সেবায় ব্যাপক অগ্রগতি আনবে ফাইভ জি৷”

অবশ্য ফাইভ জি প্রযুক্তিতে সফলতার দাবি করা প্রথম কোম্পানি স্যামসাং নয়৷ এর আগে ফেব্রুয়ারিতে জাপানি কোম্পানি ‘এনটিটি ডোকোমো’ এক্ষেত্রে সফল হওয়ার খবর জানিয়েছিল৷ অবশ্য তারা কবে থেকে ৫জি চালু করতে পারবে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি৷

জেডএইচ/ডিজি (এএফপি)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.