মহাসেনের আঘাতে বরগুনা-ভোলা-পটুয়াখালীতে নিহত ১১

মে ১৬, ২০১৩

image_38082_0ঢাকা জার্নাল: রগুনা, ভোলা ও পটুয়াখালীর উপকূলবর্তী এলাকায় বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে বরগুনা জেলায় ৬ জন, ভোলায় ৩ জন ও পটুয়াখালীতে ২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আবহাওয়া ভয়াবহ রূপ নিয়েছে। বরগুনা, পটুয়াখালী, ভোলায় আঘাতের পর মহাসেন এগিয়ে যায় কক্সবাজার ও চট্টগ্রামের দিকে।

বরগুনায় নিহতরা হলেন-বরগুনায় জেলার বেতাগী উপজেলার রানীপুর গ্রামের সৈয়দ আলী (৭০), একই উপজেলার বকুলতলী গ্রামের শিশু আবির (৬), তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের চানমিয়া(৬৫), বামনা উপজেলার জয়নগর গ্রামের আনোয়ার হোসেন (৬০), শফিপুর গ্রামের মো. মোশারফ (৫৭) ও লক্ষীপুরা গ্রামের নাদিরা আক্তার ঝুমুর (২৬)। নিহত ঝুমুর ৭ মাসের অন্তসত্বা ছিল।

বরগুনা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

প্রকাশ চন্দ্র বিশ্বাস আরও জানান, জেলার ৬টি উপজেলায় ৪২টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সহস্রাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছ-পালা।ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

পটুয়াখালীতে নিহতরা হলেন- সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রামের মো. সিরাজ আকন্দ (৬০) ও গলাচিপা উপজেলার ৯নং ওয়ার্ড মোছা. রিজিয়া পারভীন (৫০)।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে মো. সিরাজ আকন্দ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাইক্লোন সেল্টার সেন্টারে যাওয়ার পথে ঝড়ের তাণ্ডবে রাস্তার পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আওলিয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সিরাজ আকন্দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ১০টার দিকে গলাচিপার ৯ নং ওয়ার্ডের বনানী কলেজ রোড এলাকার মৃত জব্বার পেয়াদার স্ত্রী মোছা. রিজিয়া পারভীন গাছ চাপা পড়ে মারা যান। গলাচিপা থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলায় নিহতরা হলেন- কাশেম (৬৫) ও পারভেজ পাল (৫), রফিকুল ইসলা,(৬৫)। কাশেমের বাড়ি সদর উপজেলার ধলিগৌর এলাকায়। উপজেলা নিয়ন্ত্রণ কক্ষ কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু পারভেজ পাল চরফ্যাশন উপজেলার দুই নং ওয়ার্ডে বাসিন্দা আলমগীরের ছেলে। ভোলা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের ঢালচর গ্রামের বাসিন্দা।ভোলার জেলা প্রশাসক রফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলার জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, জেলা আংশিক ও সম্পূর্ণ মিলে ১৪ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুযোর্গ পরবর্তী ত্রাণ হিসেবে জেলায় ৫০ মেট্রিকটন চাল ও নগদ দুই লাখ টাকা বরাদ্দ হয়েছে।

ঢাকা জার্নাল, মে ১৬, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.