স্যান্ডেলের দাম ১৮ লাখ টাকা!

মে ১৬, ২০১৩

1297414474026_ORIGINALঢাকা জার্নাল: একজোড়া পুরনো স্যান্ডেলের সম্ভাব্য দাম ১৮ লাখ টাকা৷ কারণ স্যান্ডেলটা আর কারও নয়, মাহাত্মা গান্ধীর৷ আসছে ২১শে মে লন্ডনে নিলামে উঠছে এই চটি সহ গান্ধীর ব্যবহার্য আরও অনেক জিনিস৷ নিলামকারীদের আশা, স্যান্ডেলের সর্বোচ্চ দাম উঠতে পারে ১৮ হাজার ইউরো!

চটি ছাড়াও গান্ধীর উইল, তাঁর নিজের হাতে বোনা শাল, চিঠিপত্র, পেইন্টিং, বক্তব্যের রেকর্ডিং, এমনকি মাইক্রোস্কপের স্লাইডে থাকা গান্ধীর এক ফোঁটা রক্ত, এ সবেরও নিলাম হবে৷

গান্ধীর উইল থেকে ৪৭ হাজার ইউরো আশা করছে লন্ডনের ‘মুলক’ নিলাম হাউস৷ এই উইলটি কোর্ট কাছারির মতো হস্তলিপিতে লেখা৷ আর গান্ধীর তাতে স্বাক্ষর রয়েছে৷

যে স্যান্ডেল জোড়া নিলামে উঠছে সেটা গান্ধীর জুহুর বাড়ি থেকে সংগ্রহ করা৷ ঐ বাড়িতে ১৯১৭ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত ছিলেন তিনি৷ স্যান্ডেল জোড়ার অবস্থা খুবই সঙ্গিন হলেও তার উচ্চমূল্যই আশা করা হচ্ছে৷

এর আগে ২০০৯ সালে নিউ ইয়র্কের এক নিলাম থেকে গান্ধীর আরেক জোড়া স্যান্ডেল, পকেট ঘড়ি এবং একটি বাটি এবং একটি থালা ১.৮ মিলিয়ন ডলারে কিনে নিয়েছিলেন ভারতীয় এক ব্যবসায়ী৷

তবে অতীতে গান্ধীর ব্যবহার্য জিনিস-পত্রের নিলাম অনুষ্ঠানের সমালোচনা করতে দেখা গেছে ভারতের সরকার ও জনগণকে৷

সরকারের মন্তব্য হলো, এর ফলে আসলে গান্ধীর স্মৃতিকেই অবমাননা করা হচ্ছে৷ কেননা তিনি আজীবন পার্থিব সম্পত্তির বিরোধী ছিলেন৷ আর জনগণের আপত্তির কারণ, তাঁরা গান্ধীর জিনিসগুলোকে ভারতীয় সংস্কৃতির অংশ মনে করে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.