সংলাপের মাধ্যমে বিরাজমান রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটবে

মে ১৪, ২০১৩

1303280720_IMG_6252

ঢাকা জার্নাল: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশবাসী বিশ্বাস করে, একটি অর্থবহ সংলাপের মাধ্যমে বিরাজমান রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটবে। আমরা চাই, দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। সব সমস্যার সমাধান হোক।”

মঙ্গলবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা জানেন আমি অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন। আমি প্রত্যাশা করব, যে কোনো উদ্যোগ সফল হোক, ফলপ্রসূ হোক।”

বেলা ১২টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। তার সাথে আছেন স্ত্রী রাহাত আরা বেগম।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মির্জা ফখরুল চিকিৎসা নেবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা ফখরুলের গলার রক্তনালীতে ব্লক ধরা পড়ে। পরে তিনি ৬ মে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানকার ডাক্তারদের পরামর্শে মির্জা ফখরুল সিঙ্গাপুর গেছেন বলে জানা গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.